নকিয়ার ফোনে ১২ জিবি র‌্যাম

মোবাইল ফোন রিভিউ July 24, 2017 1,214
নকিয়ার ফোনে ১২ জিবি র‌্যাম

দুই সেলফি ক্যামেরার ফোন আনছে নকিয়া। ফোনটির মডেল নকিয়া প্রাইম। এই ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়াও এতে থাকছে ১২ জিবি র‌্যাম।


হাই-এন্ড সিরিজের এই ফোনটি বর্তমানে কনসেপ্ট পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি আত্মপ্রকাশ করবে বলে ধারণা করা হয়েছে।


নকিয়ার প্রাইম ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির অপটিক অ্যামোলিড ডিসপ্লে। এতে ৩৭৯০ পিক্সেল পাওয়া যাবে। ফোনটিতে ফোরকে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপসেট এবং ১২ জিবি র‌্যাম। এই ফোনটির রম থাকছে ৫০০ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম আরও ৫০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য প্রাইম ক্যামেরাটিতে ৪২ মেগাপিক্সেলের কার্ল জেইস ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। সেলফির জন্য থাকছে ২৪ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ৬৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটি পানিরোধী। এটি অ্যানড্রয়েড অরিও ৮.০ অপারেটিং সিস্টেমে চলবে।


ফোনটি আগস্ট মাসে বাজারে বাজারে আসার কথা রয়েছে। এর মূল্য ৬০০ ডলার।