ফুলের নাম - রেললতা

পুষ্প কথন April 19, 2016 4,711
ফুলের নাম - রেললতা

ফুলের নাম- রেললতা


বৈজ্ঞানিক নাম- Ipomoea cairica(Syn. Convolvulus cairicus, Ipomoea palmata, Ipomoea pulchella, Convolvulus heptaphyllus)

পরিবার- Convolvulaceae


অন্যান্য নাম- Mile-a-minute Vine, Messina Creeper, Cairo Morning Glory, Coast Morning Glory, Railroad Creeper


সাধারণত বাগান সাজাতে এই গাছ লাগানো হয়। সরু নমনীয় লতা, ছড়ান। ৫-৭ সেমি চওড়া পাতা, ৫-৭ টি লতি, মসৃণ। গ্রীষ্ম ও বর্ষায় ফুল, ফানেলের আকার, হালকা বেগুনি, গন্ধহীন, ৫-৬ সেমি চওড়া, কাক্ষিক থোকায় প্রায়ই ৩ টি ফুল। কলমে চাষ। গোড়া থেকে অজস্র ডাল ছড়ায় ও মাটিতে লাগলে শিকড় গজায়।"""