অপ্পোর নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ July 20, 2017 1,056
অপ্পোর নতুন ফোন

নতুন ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। ফোনটির মডেল অপ্পো এ৭৭। মধ্যম ঘরনার এই ফোনটি শিগিরই ভারতের বাজারে অবমুক্ত করা হবে। সম্প্রতি অপ্পোর ওয়েবসাইটে ফোনটি তালিকাভূক্ত হয়েছে।


অপ্পোর ওয়েবসাইটের তথ্যমতে, অপ্পো এ৭৭ ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর থাকছে। এতে ফোর জিবি র‌্যাম ব্যবহার করা হবে। বিল্টইন মেমোরি থাকছে ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।


ফোনটির রিয়ারে থাকছে ১৬ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।


এর ব্যাটারি কত মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সে সম্পর্কে অপ্পো কিছু জানায়নি।


কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।


এর আগে অপ্পো এফ৩ এবং এফ ৩ প্লাস মডেল বাজারে ছাড়ে। সেটি ছিল প্রতিষ্ঠানটির ফ্লাগশিপ ফোন।


ফোনটির দরদাম কত হবে সে সম্পর্কে কিছু জানায়নি অপ্পো।