মশারি টাঙানোর হোম সার্ভিস ‘মশা পরিবহন’

মজার সবকিছু July 20, 2017 1,456
মশারি টাঙানোর হোম সার্ভিস ‘মশা পরিবহন’

মশারি টাঙানোকে কেন্দ্র করে স্বামী স্ত্রী কিংবা ভাইবোনদের মধ্যে প্রায়ই অশান্তি হয়। আর সেই সুযোগ লুফে নিয়ে মশা ইচ্ছে মতো ডিনার সেরে নেয়। কিন্তু এভাবে আর কতদিন চলবে? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সংসারে শান্তির জন্য এবার হাস্যরস নিয়ে এলো মশারি টানানোর হোম সার্ভিস ‘মশা পরিবহন’। প্রিয় পাঠক, আসুন মশারি পরিবহনের হোম সার্ভিসের সুবিধাগুলো পড়ে নিই।


১. শুধু কোম্পানির প্রচারের জন্য প্রথম প্রথম মশা পরিবহন ফ্রি মশারি টাঙানোর হোম সার্ভিস দেবে। তবে রেজিস্ট্রেশন বাবদ টাকা দিতে হবে।


২. ফ্রিতে মশারি টাঙানোর পর খুশি হয়ে সার্ভিসকর্মীকে নাশতার পয়সা দিতে বাধ্য থাকতে হবে। যদি না দেন, তাইলে মশারি ফুটো করে দেওয়া হবে।


৩. মশারি ফ্রি টাঙানোর পর প্রতি ঘণ্টায় মাথাপিছু ২০০ টাকা দিতে হবে। তবে রেজিস্ট্রেশন আগে করলে, বিশেষ ছাড় হিসেবে ১৯০ টাকা করে নেওয়া হবে।


৪. যাঁরা আমাদের মশা পরিবহনের সার্ভিস নেবেন, তাঁদের জন্য মশারির ভেতরে হাস্যরস পড়ার সুযোগ করে দেওয়া হবে। যাতে সারা রাত ইচ্ছেমতো হাস্যরস পড়তে পারেন।