হামার চাইয়ে বড় হারামজাডা

পাঁচমিশালী কৌতুক July 19, 2017 1,422
হামার চাইয়ে বড় হারামজাডা

এক বৃটিশ গ্রামবাংলার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রত্যন্ত অঞ্চলে গেলেন। এক গ্রাম্য লোক তাকে লক্ষ্য করে বলেন. . .


লোক : হারামজাদা, আমগো দ্যাশটারে একবার লুইট্টা-পুইট্টা খাইয়া গ্যাছো। তাতে বুজি প্যাট ভরে নাই, আবার আইছো?


তখন বৃটিশ তার সঙ্গে থাকা ট্যুরিস্ট গাইডের কাছে জানতে চাইল. . .


বৃটিশ : হারামজাডা মানে কী?


গাইড : হারামজাদা মানে সম্মানিত বা সম্ভ্রান্ত।


বৃটিশ : হা হা হা... আমি আর কি হারামজাডা হামার ফাদার হামার চাইয়ে বড় হারামজাডা।