শাওমির বড় ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ July 19, 2017 1,058
শাওমির বড় ডিসপ্লের ফোন

বড় ডিসপ্লের একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি মি ম্যাক্স ২। ফোনটিতে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে এর মূল্য ১৬ হাজার ৯৯৯ রুপি। ফোনটির আরেকটি বিশেষত্ব হলো এতে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


কার্ভড এজ ডিজাইনে তৈরি শাওমির মি ম্যাক্স ২ ফোনটিতে ফুল এইচডি ৬.৪৪ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৪ প্রটেকশন রয়েছে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস মিআইইউআই ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ২ গিগাহার্জ। এতে ৪ জিবি র‌্যাম রয়েছে। বিল্টইন মেমোরি ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ডুয়েল সিমের এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এই ক্যামেরায় সনির আইএমএক্স৩৮৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্লাশগান ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় ভিডিও কলিং ফিচার আছে।


কানেকটিভিটি হিসেবে ফোনটিতে ফোরজি এলটিই, ওয়াইফাই, থ্রিজি, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।