ক্যানন আনলো নতুন ক্যামেরা

গ্যাজেট রিভিউ July 18, 2017 1,231
ক্যানন আনলো নতুন ক্যামেরা

নতুন একটি ডিএসএলআর ক্যামেরা বাজারে ছেড়েছে ক্যানন। এটি ইওএস সিরিজের। ক্যামেরাটির মডেল ইওএস ৬ ডি মার্ক ২। ভারতের বাজারে এই ক্যামেরাটি বিক্রি হচ্ছে ১.৩২ লাখ রুপিতে।


ক্যাননের নতুন ক্যামেরাটিতে আছে ২৬.২ মেগাপিক্সেলের সিমস সেন্সর। আইওএস রেঞ্জ ৪০ হাজার। এতে ডুয়েল পিক্সেল অটোফোকাস সিস্টেম এবং অ্যাডভান্সড ইন্টারনাল ডিজিক ৭ ইমেজ প্রসেসর।


ক্যামেরাটিতে ৪৫ ক্রস টাইপ অটোফোকাস পয়েন্ট রয়েছে। এটি প্রতি সেকেন্ডে ৬.৫ ফ্রেম ধারণ করতে পারে। র ফটোগ্রাফিতে ২১ টি ফেম ধারণ করতে পারে। জেপিজিতে ১৫০ টি ফ্রেম।


ইওএস ৬ ডি মার্ক ২ মডেলের এই ক্যামেরাটিতে অপটিক্যাল ভিউফাইন্ডার ৪৫ ক্রস টাইপ অটোফোকাস পয়েন্টস রয়েছে। এতে ভেরি অ্যাঙ্গেল টাচ স্ক্রিন এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


ক্যামেরাটিতে ২৬.২ মেগাপিক্সেলের ফুল ফ্রেম সিমস সেন্সর রয়েছে। ফলে এটি দিয়ে হাই রেজুলেশনের ছবি পাওয়া যাবে। এই ক্যামেরায় ৬২৪০x৪১৬০ পিক্সেলের মানের ছবি পাওয়া যাবে।