পুরনো দিনে ফিরে যাই

প্রেমিক-প্রেমিকা কৌতুক July 18, 2017 1,681
পুরনো দিনে ফিরে যাই

মন্টু আর মলির মধ্যে ভীষণ প্রেম। দিনভর কথা বলতে বলতে মোবাইলটা তাদের কানের অংশ হয়ে উঠেছে। একদিন মন্টু বলল. . .


মন্টু : ওগো শুনছো, শুনলাম মোবাইলে এত বেশি কথা বললে নাকি অসুখ-বিসুখ করতে পারে। চলো, আমরা এবার নতুন কিছু করি। পুরোনো দিনে ফিরে যাই। এখন থেকে আমরা চিঠি আদান-প্রদান করব।


মলি : হু। তা তো ভালোই বলেছ গো। কিন্তু চিঠি দেব কী করে?


মন্টু : কেন? প্রাচীনকালের মতোই। কবুতরের পায়ে বেঁধে!


পরদিন থেকে শুরু হলো চিঠি আদান-প্রদান। চিঠি আসে, চিঠি যায়। কবুতর বেচারার ত্রাহি ত্রাহি দশা! একসময় মলির কাছে উড়ে এলো কবুতর, কিন্তু পায়ে কোনো চিঠি বাঁধা নেই। নিয়ম ভেঙে মন্টুকে ফোন করল মলি. . .


মলি : কী গো, কবুতরের পায়ে তো কিছু বাঁধা নেই। তুমি কিছু লেখোনি?


মন্টু : আহ! বুঝলে না? ওটা মিসড কল ছিল!