ইসলামের দৃষ্টিতে শহীদ কারা?

ইসলামিক শিক্ষা July 18, 2017 1,214
ইসলামের দৃষ্টিতে শহীদ কারা?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।


জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ১৯৭৪ তম পর্বে ইসলামের দৃষ্টিতে কারা শহীদ, সে সম্পর্কে বগুড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন সাবরিনা পায়েল। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : রাসূল (সা.) বলেছেন, পাঁচ প্রকার মৃত ব্যক্তি শহীদ। যেমন : মহামারীতে মৃত ব্যক্তি, পেটের পীড়ায় মৃত ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি এবং যে আল্লাহর পথে শহীদ হলো, সেই ব্যক্তি। এই হাদিসটি কি সহিহ?


উত্তর : জ্বি, এটি সহিহ হাদিস। এটাকে মেশকাতের মধ্যে সহিহ হাদিস হিসেবে বলা হয়েছে। এটি সহিহ বর্ণনা।


সূত্রঃ এনটিভি