প্যানাসনিকের কম দামের ফোনে শক্তিশালী ব্যাটারি

মোবাইল ফোন রিভিউ July 17, 2017 1,093
প্যানাসনিকের কম দামের ফোনে শক্তিশালী ব্যাটারি

কম দামে শক্তিশালী ব্যাটারিতে বাজারে এলো প্যানাসনিকের নতুন ফোন। ফোনটির মডেল প্যানাসনিক পি৫৫। এই ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি


ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে ফোনটির মূল্য ৮ হাজার ৪৯৯ রুপি।


পি৫৫ ফোনটির ওজন ১৮০ গ্রাম। এতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১.২ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম


রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।


ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় কোয়াড এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এই


ক্যামেরা দিয়ে ভিডিও কলিং করা যাবে।


কানেকটিভিটি হিসেবে আছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লটুথ এবং জিপিএস।