দই ও মধু: উজ্জ্বল ত্বক ঝটপট!

রূপচর্চা/বিউটি-টিপস July 16, 2017 764
দই ও মধু: উজ্জ্বল ত্বক ঝটপট!

দাগহীন উজ্জ্বল ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারেন। দই ও মধুর ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। পাশাপাশি দূর হয় ব্রণের দাগ।


▶যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক


একটি পাত্রে ১ টেবিল চামচ দই নিন।


১ টেবিল চামচ অপরিশোধিত মধু মেশান।


ত্বক পরিষ্কার করে মিশ্রণটি লাগান।


১৫ মিনিট অপেক্ষা করুন।


ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


ত্বক মুছে ময়েশ্চারাইজার লাগান।


▶দই ও মধুর ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?


দইয়ে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড যা প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক।


মধু ত্বক ব্লিচ করার পাশাপাশি ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।


বলিরেখা দূর করে ত্বক টানটান করে এই ফেসপ্যাক।


ব্রণ দূর করতে সাহায্য করে মধু ও দই।


নিয়মিত ব্যবহারে ত্বক দ্যুতি ছড়াবে প্রাকৃতিকভাবেই।


তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট