চাণক্য নীতি অনুযায়ী অন্যকে হিপনোটাইজ করবেন যেভাবে!

লাইফ স্টাইল July 13, 2017 931
চাণক্য নীতি অনুযায়ী অন্যকে হিপনোটাইজ করবেন যেভাবে!

হিপনোটাইজ কথাটির সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। কিন্তু কাউকে নিজের বশে রাখা একেবারেই সহজ নয়। প্রত্যেকেই চায় সমাজে কর্তৃত্ব ফলাতে। একইসঙ্গে সকলেই চায় প্রত্যেককে নিজেদের অধীনে রাখতে।


কিন্তু এই বিষয়টি একেবারেই সহজ নয়। কিন্তু কূটনীতি শাস্ত্রের অন্যতম স্তম্ভ চাণক্য তাঁর নীতিতে কোনও মহিলা বা পুরুষকে কিভাবে নিজের বশে রাখা যাবে সেই বিষয়ে বিশদ বর্নণা দিয়েছেন। চাণক্য নীতি অনুযায়ী জেনে নিন কিভাবে অন্যকে নিজের বশে রাখবেন-


১) সমাজে গরীব যারা তাদেরকে যদি টাকা দেওয়া যায়, তারা সবসময়ই থাকবে আপনার নিয়ন্ত্রনে।


২) যারা খুব অহংকারী ব্যক্তি তাদের সঙ্গে নম্র ভদ্রভাবে ব্যবহার করুন। দেখবেন সে আপনার একেবারে বশে চলে আসবে।


৩) যারা খুব বোকা, তাদেরকে নিয়ন্ত্রন করা খুবই সহজ। শুধু তার বিশ্বাস অর্জন করতে হবে। যদি আপনি তার মতামত মেনে চলেন তাহলে দেখবেন আপনি তার কাছে বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন।


৪) কোনও বোকা ব্যক্তিকে মিথ্যে প্রশংসা করলে সে থাকবে আপনার নিয়ন্ত্রনে।