নকিয়ার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ July 12, 2017 962
নকিয়ার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

নকিয়া ফোনের ভক্তদের জন্য সুখবর। নতুন একটি ফোন আনছে নকিয়া। এটি ওরো জি২ ভার্সনের ফোন। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে থাকছে বড় ডিসপ্লে। ডিসপ্লের আকার ৬ ইঞ্চি। ফোনটিতে শক্তিশালী ব্যাটারি থাকবে।


নকিয়া ওরো ৩ ভার্সনটি যদিও নকিয়ার পুরনো ফোন। এই ফোনটি নতুন রূপে অ্যানড্রয়েডে বাজারে আসছে। দ্বিতীয় প্রজন্মের এই ফোনটি শিগগিরই বাজারে আসছে।


বৈচিত্র্যময় ডিজাইনের এই ফোনটি ৬৪ জিবি কিংবা ১২৮ জিবি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


নকিয়ার নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৫৪০ প্রসেসর থাকছে।


ফোনটির বিশেষ চমক থাকবে এর ক্যামেরায়। এতে ৪১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ব্যবহার করা হবে।


ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৭৯৯ ডলার।