বর্ষায় চাই চুলের বাড়তি যত্ন

রূপচর্চা/বিউটি-টিপস July 11, 2017 506
বর্ষায় চাই চুলের বাড়তি যত্ন

বর্ষাকালে আবহাওয়া চিটচিটে থাকে। এসময় মাথার চুলও চটটটে হয়ে যায়। বর্ষায় খুশকিরও উপদ্রব বেড়ে যায়। তাই এ ঋতুতে চুল স্থাস্থ্যোজ্জল রাখতে চাই বিশেষ যত্ন।


১. মাথার চুল সবসময় পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে বর্ষাকালে। না হলে, মাথায় খুশকি হওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনে সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন।


২. বর্ষার সময় চেষ্টা করুন যথাসম্ভব কম হেয়ার-প্রোডাক্ট ব্যবহার করতে। হাল্কা কোনো শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এসময় হেয়ার-স্প্রে না লাগানোই ভালো।


৩. বর্ষাকালে যখনই শ্যাম্পু ব্যবহার করবেন। কন্ডিশনার অবশ্যই লাগাবেন।


৪. হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় খেয়াল রাখবেন যেন মাথার চামড়ার কাছাকাছি না থাকে।


৫. সপ্তাহে একবার তেল গরম করে ম্যাসাজ করুন। এতে চুলের পুষ্টি ঠিক থাকে।