

বেঞ্চমার্কিং লিস্টি অনুযায়ী মটোরোলার নতুন ফোনটির মডেল এক্সটি১৯৮৯-০৫। আনটুটু লিস্টি অনুযায়ী ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ সিস্টেম অন চিপসেট থাকবে। এই ফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের রেজুলেশন হবে ১৪৪০x২৫৬০ পিক্সেল।
৬ জিবি র্যাম ছাড়াও ফোনটিতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে।
মটোরোলার নতুন ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গ্লাস প্রটেকশন থাকবে।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment