গুগলের পিক্সেল ২ স্মার্টফোনে যা থাকছে

মোবাইল ফোন রিভিউ July 9, 2017 812
গুগলের পিক্সেল ২ স্মার্টফোনে যা থাকছে

গুগল পিক্সেল ২ স্মার্টফোনের খবরাখবর অনলাইনে ফাঁস হওয়া শুরু হয়েছে। ফোনটির কিছু ফিচার নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে বেশ কিছু সংবাদমাধ্যম। নতুন ফোনটির ক্যামেরা এবং ডিজাইনে বড়সড় পরিবর্তন আসবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

তা ছাড়া পিক্সেল ২ স্মার্টফোন পানি নিরোধক হতে পারে বলেও শোনা যাচ্ছে। পিক্সেল ২ স্মার্টফোন নিয়ে ফাঁস হওয়া যাবতীয় তথ্যাদি পাঠকদের জন্য তুলে ধরা হলো. . .


গুগল এ বছর দুটি পিক্সেল স্মার্টফোন বাজারে ছাড়বে বলে ঘোষণা দিয়েছিল। মাস্কি এবং ওয়ালে কোড নামে এ দুটি স্মার্টফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছিল। কিন্তু পরবর্তীতে শোনা যায় মাস্কি বের হচ্ছে না। দুটি ডিভাইসের মধ্যে অপেক্ষাকৃত বড় ডিসপ্লেযুক্ত ফোনটিকে মাস্কি বলা হচ্ছিল। তবে মাস্কির স্থলে ‘টাইমেন’ কোড নামে পিক্সেল মডেল আসবে বলে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ।


বৃহদাকৃতির মডেলটিতে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে ১৪৪০ পিক্সেল (২কে) রেজ্যুলেশন থাকবে। বৃহদাকৃতির মডেলটি এলজি তৈরি করবে। সংবাদমাধ্যম ৯টু৫গুগল এক প্রতিবেদনে জানায়, পিক্সেল ২ স্মার্টফোনের বৃহদাকৃতির মডেলটি এলজি তৈরি করবে।

বৃহদাকৃতির পিক্সেল ২ স্মার্টফোনে স্টেরিও স্পিকার থাকবে। সংবাদমাধ্যম এক্সডিএ দাবি করেছে বৃহদাকৃতির পিক্সেল ২ স্মার্টফোনে দ্বিতীয় স্পিকার যুক্ত করতে পারে গুগল। ক্ষুদ্রাকৃতির পিক্সেল ২ স্মার্টফোনটি এইচটিসি তৈরি করবে বলে শোনা যাচ্ছে। এক্সডিএ’র প্রতিবেদন অনুযায়ী ফোনটিতে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৪.৯৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে।


পিক্সেল ২ স্মার্টফোনের ডিজাইনে ভিন্নতা থাকবে। হায়ার-ইন্ড ডিজাইন এবং ডিসপ্লের চারপাশে পাতলা বর্ডারসহ পিক্সেল ২ হবে প্রিমিয়াম ডিভাইস। কম আলোয় ভালো ছবি তুলতে পিক্সেল ২ স্মার্টফোনের ক্যামেরায় নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে গুগল। সংবাদমাধ্যম ৯টু৫গুগল এক প্রতিবেদনে জানিয়েছে পিক্সেল ২ স্মার্টফোনের ক্যামেরাতে ডেভেলপমেন্ট বেশি হচ্ছে।


উভয় ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকবে। বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং ওয়ানপ্লাস ৫ স্মার্টফোনে এ প্রসেসর বিদ্যমান। উভয় মডেলে ৪জিবি র‌্যাম থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে এক্সডিএ। পিক্সেল ২ স্মার্টফোন পানি নিরোধক হতে পারে। সংবাদমাধ্যম ৯টু৫গুগলের ম্যানেজিং এডিটর স্টিফেন হল এ কথা জানিয়েছেন। স্মার্টফোনটি এ বছরের অক্টোবর মাসে জনসমক্ষে উন্মোচিত হতে পারে।