

১. বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটি কি?
২. কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই?
৩. আপনি যে ভাষায়ই কথা বলেন না কেন, সব ভাষাতেই জবাব দিতে পারে কে?
৪. একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে?
৫. অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?
৬. একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?
▶উত্তর মিলিয়ে নিন-
১. চিরুনি
২. ভুট্টা
৩. প্রতিধ্বনী
৪. ডাকটিকিট
৫. মোমবাতি
৬. ওপরের দিকে