চুলের বৃদ্ধি বাড়ায় আদার রস!

রূপচর্চা/বিউটি-টিপস July 8, 2017 663
চুলের বৃদ্ধি বাড়ায় আদার রস!

আদার রস স্প্রে বোতলে সংগ্রহ করে স্প্রে করুন চুলে। সপ্তাহে কয়েকবার এটি ব্যবহার করলে বাড়বে চুলের বৃদ্ধি। এছাড়া চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই এই প্রাকৃতিক উপাদানের।


▶যেভাবে ব্যবহার করবেন


একটি পাত্রে ১ কাপ পানির সঙ্গে ৫-৬ ইঞ্চি খোসা ছাড়ানো আদা দিন।


পাত্র চুলায় দিয়ে আঁচ কমিয়ে দিন।


কিছুক্ষণ পর মিশ্রণটি নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন।


মিশ্রণটি ছেঁকে পানিটুকু সংগ্রহ করুন।


পানি স্প্রে বোতলে নিয়ে মাথার ত্বকে স্প্রে করুন।

১ ঘণ্টা অপেক্ষা করুন।


শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।


▶আদার রস চুলে ব্যবহার করবেন কেন?


আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে ও চুলের বৃদ্ধি বাড়ায়।


আদায় রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল।


আদায় থাকা অ্যান্টি-সেপটিক উপাদান খুশকি দূর করতে সাহায্য করে।


চুলের যত্নে আদার রস নিয়মিত ব্যবহার করলে দূর হয় চুল পড়ার সমস্যা।


চুল প্রাকৃতিকভাবে ঝলমলে করে আদার রস।


তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট