স্ন্যাপচ্যাটে যুক্ত হলো নতুন সুবিধা

ইন্টারনেট দুনিয়া July 8, 2017 1,202
স্ন্যাপচ্যাটে যুক্ত হলো নতুন সুবিধা

ইমেজ শেয়ারিং এর জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাট সর্বশেষ হালনাগাদে আইওএস এবং অ্যান্ড্রয়েডে একটি নতুন সুবিধা যোগ করেছে। এই ফিচারে ব্যবহারকারীরা যেকোনো লিংক অ্যাপে শেয়ার করতে পারবে।


স্ন্যাপ ব্যবহারকারীরা এখন পেপারক্লিপের মাধ্যমে যেকোনো লিংক বন্ধুকে শেয়ার করতে পারবে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে শেয়ার করা লিংক তাদের টার্মস এবং কন্ডিশন এবং প্রাইভেসি ইস্যু মেনে চলতে হবে। এছাড়াও স্ন্যাপচ্যাট ভয়েস ফিলটার ফিচার যুক্ত করেছে। এই ফিল্টারে এখন থেকে রেকর্ডেড স্ন্যাপ রিমিক্স করা যাবে।