নুবিয়া'র ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

মোবাইল ফোন রিভিউ July 8, 2017 746
নুবিয়া'র ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিইর সাব-ব্র্যান্ড নুবিয়া নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল নুবিয়া এম২। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ২২ হাজার ৯৯৯ রুপিতে। সোনালি এবং কালো রঙে ফোনটি পাওয়া যাবে।


ফোনটির রিয়ারে ১৩ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে। এতে সিমস সেন্সর রয়েছে। একটি মনোক্রোম লেন্সের। আর একটি আরজিবি লেন্সের। এই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকডিং করা যাবে। এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।


নুবিয়া এম২ ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।


অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।


৪ জিবি র‌্যামের ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি ব্যবহার করা হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমোরি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ডিভাইসটিতে ৩৬৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।