হাড় কি জিনের খাবার?

ইসলামিক শিক্ষা July 6, 2017 1,535
হাড় কি জিনের খাবার?

প্রশ্ন : আমি শুনেছি জিনের খাবার হাড়। তাই অনেকে বলেন, মাছের কাঁটা ও গরু, খাসির হাড় পানিতে না ভিজিয়ে ফেলে দিতে হয়, যাতে তাঁরা খেতে পারে। পানিতে ভেজালে তারা খায় না। এ কথা কি ঠিক?


উত্তর : আপনি প্রথমে যে বক্তব্য শুনেছেন, সেটি সত্য। জিনের খাবারের মধ্যে রাসূল (সা.) হাড়কে উল্লেখ করেছেন। এটি মেসকাত নামক একটি হাদিসের মধ্যে রাসূল (সা.) উল্লেখ করেছেন যে, তাদের খাবারের মধ্যে অন্তর্ভুক্ত একটি হচ্ছে, সেটা হলো ‘আদম’, ‘হাড়’, ‘হাড্ডি’। হাড়জাতীয় জিনিস তাঁরা খাবার হিসেবে গ্রহণ করে থাকে।


পরবর্তী সময় দ্বিতীয় যে কথাটি বলেছেন, সেটি কোনো ধরনের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সেটা কারো ব্যক্তিগত গবেষণা বা ব্যক্তিগত আবিষ্কার যে, এটাকে পানিতে ভেজালে খাবে, অন্যথায় খাবে না।


এ ধরনের বক্তব্য কোনো ধরনের নুসুসের মাধ্যমে বা দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আমার জানা নেই। এটা একান্ত কারো ব্যক্তিগত আবিষ্কার, তিনি হয়তো ব্যক্তিগতভাবে গবেষণা করে বের করেছেন। হাড় যে জিনের খাবার, এ বিষয়টি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন