

এক রাতে দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছিল। কিছুক্ষণ যাওয়ার পর ১ম মাতাল বলল-
১ম মাতাল : ওই যে বিল্ডিংটা দেখছিস, ওটা আমার। চল এক কাজ করি, ওটাকে দু’জনে ঠেলে আমাদের বাড়ির কাছে নিয়ে যাই।
তারপর দু’জন গায়ের শার্ট খুলে রেখে বিল্ডিংটি ঠেলতে লাগলো। তখন পিছন থেকে এক চোর তাদের শার্ট নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ২য় মাতাল-
২য় মাতাল : আমরা বিল্ডিংটাকে ঠেলে অনেক দূর নিয়ে এসেছি।
১ম মাতাল : কী করে বুঝলি?
২য় মাতাল : দেখ না, আমাদের খুলে রাখা শার্ট কি আর দেখা যাচ্ছে?