জানা অজানা মজার তথ্য - ২৪তম পর্ব

জানা অজানা July 6, 2017 2,110
জানা অজানা মজার তথ্য - ২৪তম পর্ব

১) কোন দেশে ২০০ এর বেশি আগ্নেয়গিরি আছে?

উঃ জাপানে।


২) ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?

উঃ Q


৩) একটি মাছির গড় আর্য়ু কত দিন?

উঃ ১৭ দিন।


৪) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কি?

উঃ রিভার ডি।


৫) কিসের লেজ কাটা পড়লে সেটি মারা যায়?

উঃ ঘোড়ার।


৬) পৃথিবীতে মিনিটে কত বার বজ্রপাত হয়?

উঃ ৬০০০ বার।


৭) পৃথিবীর বৃহত্তম ব্রীজের নাম কি?

উঃ ওকল্যান্ড,আমেরিকা।


৮) একটি ডিমে কোন ভিটামিন বাদে সব কটি ভিটামিন আছে?

উঃ ভিটামিন সি।


৯) কোন দেশে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পোষ্ট অফিস আছে?

উঃ ভারতে।


১০) সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয়?

উঃ চীনে।