এলজির নতুন ফোরজি ট্যাব

মোবাইল ফোন রিভিউ July 4, 2017 759
এলজির নতুন ফোরজি ট্যাব

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নতুন একটি ট্যাব দেশটির বাজারে ছেড়েছে। ট্যাবটির মডেল জি প্যাড ফোর ৮.০ এফএইচডি এলটিই। এই ট্যাবটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। হালকা ও পাতলা ওজনের এই ট্যাবটির মূল্য ৩লাখ ৫২ হাজার কোরিয়ান উন।


ট্যাবটিতে আছে ৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০×১২০০ পিক্সেল। এতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০।


ছবির জন্য ট্যাবটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।