এক চার্জে চারদিন চলবে শার্পের ফোন

মোবাইল ফোন রিভিউ July 4, 2017 790
এক চার্জে চারদিন চলবে শার্পের ফোন

জাপানের কনজুমার ইলেট্রনিক্স ব্র্যান্ড শার্প নতুন একটি ফোন বাজারে অবমুক্ত করেছে। ফোনটির মডেল শার্প এক্স ১। জাপানের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৭০ হাজার ৫২৪ ইয়েনে।


শার্প এক্স ১ ফোনটিতে আছে ৫.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।


ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। এতে ৩ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।


ধুলো ও পানিরোধী এই ফোনটি এক চার্জে চারদিন পর্যন্ত চলবে। ফোনটিতে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।


শার্পের নতুন ফোনটিতে ১৬.৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।