ফুলের নাম - পদ্ম

পুষ্প কথন April 18, 2016 3,505
ফুলের নাম - পদ্ম

ফুলের নাম- পদ্ম


বৈজ্ঞানিক নাম- Nelumbo nucifera


অন্যান্য নাম- কমল, শতদল, সহস্রদল, উত্পল, মৃণাল, পঙ্কজ, অব্জ, অম্বুজ, নীরজ, সরোজ, সরসিজ, সররুহ, নলিনী, অরবিন্দ, রাজীব, ইন্দিরা, কুমুদ, তামরস, Indian Lotus, Sacred Lotus, Bean of India,

* পুণ্ডরীক= শ্বেতপদ্ম

* কোকোনদ= লাল পদ্ম

* ইন্দিনাদ= নীলপদ্ম


সাংস্কৃতিক ও প্রতীকী গুরুত্ব: পদ্মফুল পবিত্র সৌন্দর্যের প্রতীক ( চরণকমল, পাদপদ্ম, করকমল, মুখপদ্ম, কমলনয়না ইত্যাদি ),


পদ্মাসন : একটি যোগাসন

পদ্ম, মহাপদ্ম প্রাচীন ভারতের সংখ্যাবাচক শব্দ

সিপাহী বিদ্রোহের সময় পদ্ম উপহার সাংকেতিক ভাষা হিসাবে ব্যবহার হত।

পদ্মকাঁটা : একপ্রকার চর্মরোগ


ভারত ও ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম। শালুক/শাপলা (waterlily) দেখতে পদ্মফুলের মত হলেও এরা শালুক-পরিবারের (Nympheaceae) সদস্য, পদ্ম ফুলের পরিবারের সাথে (Nelumbonaceae) খুব একটা নিকটত্ব নেই। এদের পাতা ও ফুলের মাঝখানের অংশ দেখলে সহজেই পৃথক করা যায়।


পদ্ম এশিয়ার প্রজাতি, তবে সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। লতান কান্ড। পাতা গোল, প্রায় ৪০ সে চওড়া, সরু সরু কাঁটাভরা লম্বা বোঁটার উপর কোন কোন পাতা থাকে। ফুল শরতে ফোটে। লম্বা বোঁটায় গোলাপী-লাল(রক্তপদ্ম), সাদা(শ্বেতপদ্ম), সিঙ্গল বা ডাবল, সুগন্ধি। বাটির মতো ফলের ভিতর বাদামি বীজ যা খাওয়া যায়। বীজ কিংবা পাতাসহ ধাবকে চাষ। বড় পাত্রে ও গাছ লাগানো যায়।""""