ফোনেই ‘ডিএসএলআর ক্যামেরা’

মোবাইল ফোন রিভিউ June 29, 2017 898
ফোনেই ‘ডিএসএলআর ক্যামেরা’

ডিএসএলআর ক্যামেরার ফিচার সমৃদ্ধ একটি ফোন বাজারে আনছে মটো। ফোনটির মডেল মটো জেড২ প্লে। ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে আছে ৪ জিবি র‌্যাম। এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। মধ্যম ঘরানার এই ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত।


মটো জেড ২ প্লে ফোনটিতে ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০×১৯২ পিক্সেল। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে।


ফোনটি দুইটি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ৩২ জিবি। অন্যটি ৬৪ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।


ফোনটির ফ্রন্ট ক্যামেরা যদিও ৫ মেগাপিক্সেলের কিন্তু রিয়ার ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেল। তাই এটি দিয়ে ভালো মানের ছবি তোলা যাবে।


ফোনটি পানি ও ধুলোবালি প্রতিরোধক। ফোনটির দাম ৩০ হাজার টাকার কাছাকাছি। তবে এটি এখনো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে না।