৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

মোবাইল ফোন রিভিউ June 27, 2017 1,006
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

শক্তিশালী ব্যাটারির একটি টার্বো ফোন আনলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনফোকাস। ফোনটির মডেল ইনফোকাস টার্বো ৫। এতে ৫০০০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


গতবুধবার ইনফোকাসের নতুন ফোনটি অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। শিগগিরই ফোনটি কেনার জন্য ফরমায়েশ দেয়া যাবে।


ইনফোকাস দাবি করছে তাদের এই ফোনটি টানা দুইদিন ব্যবহার করা যাবে।


২ জিবি র‌্যামের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। ডুয়েল সিমের এই ফোনটির ডিসপ্লে ৫.২ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল।


এতে ২.৫ ডি কার্ভড গ্লাস ব্যবহার করা হয়েছে।


ডিভাইসটিতে আছে মিডিয়াটেক এমটি৬৭৩৭ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ১.২৫ গিগাহার্জ। এতে মালি টি৭২০ এমপি১ মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।