
ভারতীয় সিরিয়ালে কাজ করতে চান??তাহলে এটা আপনার জন্য
১/ যে কোনো কথা বলার মধ্যে নিম্নতম ৭ থেকে ১০ সেকেন্ড গ্যাপ রাখতে হবে
২/ কথা দুরে দাড়িয়ে বললে হবেনা কথা অবশ্যই যার উদ্দেশ্যে বলবেন তার নাকের কাছে গিয়ে বলতে হবে
৩/ রাজনৈতিক , অর্থনৈতিক , সামাজিক , ডাক্তারি সব ধরনের বিষয়ের উপর জানা থাকতে হবে
৪/ খুব ধীর গতিতে হাটার অভ্যাস থাকতে হবে
৫/ আড়ি পাতা মানে চুপি চুপি কথা শোনার উপর অভিজ্ঞতা থাকতে হবে
৬/ আপনি যদি নাটকের নাইকা হন তাহলে সবাইকে ক্ষমা করার অপূর্ব ক্ষমতা থাকতে হবে
৭/ পড়ালেখা না জানলেও চলবে তবে অবশ্যই সর্ব গুনের অধিকারি হতে হবে
৮/ যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাউকে মা বাবা বানিয়ে নিতে হবে
আর মাথায় আসলো না কেউ কিছু বলো পারলে ইডিট করে এগুলোর সাথে লাগিয়ে দিবো








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment