অজুর মাঝখানে কি কোনো দোয়া আছে?

ইসলামিক শিক্ষা June 27, 2017 1,789
অজুর মাঝখানে কি কোনো দোয়া আছে?

প্রশ্ন : অজুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় কি আলাদা আলাদা করে দোয়া পড়তে হয়? আর যদি সেই দোয়াগুলো না পড়ি, তাহলে কি অজু হবে? আসলে অজুর প্রকৃত দোয়াটা কী?


উত্তর : না, প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা কোনো দোয়া নেই। অজুর শুরু হচ্ছে বিসমিল্লাহ বলে। শুধু বিসমিল্লাহ বলে অজু শুরু করা সুন্নাহ। এর পর অজুর মধ্যে আর কোনো দোয়া নেই। এই দোয়াগুলো নতুন আবিষ্কৃত, বিদআত।