তিন জিবি র‌্যামের ফোনে দুই রিয়ার ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ June 24, 2017 1,041
তিন জিবি র‌্যামের ফোনে দুই রিয়ার ক্যামেরা

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জোপো নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল জোপো স্পিড এক্স। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির


বিশেষত্ব হচ্ছে এতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সি ভিত্তিক চ্যাটবট নিকি। ফোনটির দরদাম সম্পর্কে এখনো কোনো ধারণা


পাওয়া যায়নি। ফোনটির রয়েল গোল্ড, চারকোল ব্ল্যাক, অর্ডিক গোল্ড এবং স্পেস গ্রে কালারে পাওয়া যাবে।


ফোনটির রিয়ারে আছে ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।


মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই সেন্সর রিয়ার প্যানেলে বসানো হয়েছে। জোপো দাবি করছে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ০.১৬


সেকেন্ডে ফোনটিকে আনলক করতে পারবে। এছাড়াও এতে ৩৬০ ডিগ্রি ইউনিক টাচ রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে যে চ্যাটবট আছে তার মাধ্যমে ক্যাব, বাস, হোটেল বুকিং এবং অন্যান্য কাজ করানো যাবে। এটি আপনার পার্সোনাল অ্যাসিসট্যান্ট হিসেবেও কাজ করবে।


জোপোর নতুন ফোনটিতে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০২০x১৯২০ পিক্সেল। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত


ফোনটিতে ১.৩ গিগাহার্জের মিডিয়াটেক প্রসেসর এবং ৩ জিবি র‌্যাম আছে। এর বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারি ২৬৮০ পিক্সেল।