

আজ ২৭ রমজান। জাহান্নামের আগুন থেকে মুক্তির সপ্তম দিন অতিবাহিত হচ্ছে আজ। আল্লাহর নিকট ক্ষমা লাভ ও আমল কবুলের একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মার যুক্বনি ফিহি ফাদলা লাইলাতিল ক্বাদরি; ওয়া সায়্যির ওমুরি ফিহি মিনাল ও’সরি ইলাল ইয়ুসরি; ওয়াক্ববাল মাআ’জিরি; ওয়া হুত্ব আ’ন্নিজ জামবি ওয়াল উযরা; ইয়া রাউ’ফান বি-ইবাদিহিস সালিহিন।
অর্থ : হে আল্লাহ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।
পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেক রোজাদারকে রমজানের শেষ দশকের আজকের দিনে ক্ষমা লাভ ও আমল কবুলের তাওফিক দান করুন। আমিন।
সূত্রঃ জাগো নিউজ








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment