
কি করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
মনের আশকারাতে, তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।
.
মনের একূল-ওকূল, দিয়েছে প্রেমের মাশুল
চাহনিরা দিশেহারা, তোর কাছে চায় ইশারা
আজ বারেবার।
কি করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
ভিড়েতে দাড়াই একা, তোর যদি না পাই দেখা
হারানো পথের মত, খুঁজে মরি তোকে কত
হাজারো বার।
.
কি করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
মনের আশকারাতে, তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment