সেহেরি খেতে না পারলে করণীয় কী?

ইসলামিক শিক্ষা June 22, 2017 973
সেহেরি খেতে না পারলে করণীয় কী?

প্রশ্ন : রাতে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যদি সেহেরির সময় না থাকে, তখন আমার করণীয় কী?


উত্তর : তখন আর কিছুই করার নেই। আপনি শুধু সিয়ামের নিয়ত করে নেবেন।


সেহেরি না খেলেও রোজা হয়। তাই আপনি আর সেহেরি খেতে পারবেন না। সেহেরির বরকত থেকে আপনি বঞ্চিত হবেন।


তবে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সেহেরির সময় শেষ হয়ে গেছে কি না।