সাধারন জ্ঞানের আসর - ১২২তম পর্ব

সাধারণ জ্ঞান June 21, 2017 2,488
সাধারন জ্ঞানের আসর - ১২২তম পর্ব

১. প্রশ্ন : দক্ষিণ সুদানের রাজধানী-

উত্তর : জুবা।


২. প্রশ্ন : লাওসের রাজধানীর নাম কী?

উত্তর : ভিয়েনতিয়েন।


৩. প্রশ্ন : পূর্ব তিমুরের রাজধানী-

উত্তর : দিলি।


৪. প্রশ্ন : তাজিকিস্তানের রাজধানীর নাম কী?

উত্তর : দুশানবে।


৫. প্রশ্ন : উজবেকিস্তানের রাজধানীর নাম-

উত্তর : তাসখন্দ।


৬. প্রশ্ন : কিরগিস্তানের রাজধানী কোথায়?

উত্তর : বিশকেক।


৭. প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী-

উত্তর : আবুধাবি।


৮. প্রশ্ন : কসোভোর রাজধানী-

উত্তর : প্রিস্টিনা।


৯. প্রশ্ন : ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?

উত্তর : হেলসিংকি।


১০. প্রশ্ন : রুমানিয়ার রাজধানী-

উত্তর : বুখারেস্ট।


১১. প্রশ্ন : নরওয়ের রাজধানীর নাম কী?

উত্তর : অসলো।


১২. প্রশ্ন : কোনটি আলবেনিয়ার রাজধানী?

উত্তর : তিরানা।


১৩. প্রশ্ন : গ্রিসের রাজধানী কোথায়?

উত্তর : এথেন্স।


১৪. প্রশ্ন : ডেনমার্কের রাজধানীর নাম কী?

উত্তর : কোপেনহেগেন।


১৫. প্রশ্ন : বেলারুশের রাজধানীর নাম কী?

উত্তর : মিনস্ক।


১৬. প্রশ্ন : সারায়েভো কোন দেশের রাজধানী?

উত্তর : বসনিয়া হারজেগোভিনা।


১৭. প্রশ্ন : পর্তুগালের রাজধানী কোথায়?

উত্তর : লিসবন।


১৮. প্রশ্ন : আয়ারল্যান্ডের রাজধানী কোনটি?

উত্তর : ডাবলিন।


১৯. প্রশ্ন : মাল্টার রাজধানী-

উত্তর : ভ্যালেটা।


২০. প্রশ্ন : নামিবিয়ার রাজধানী-

উত্তর : উইন্ডহুক।