এলজি'র ৬ জিবি র‌্যামের নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ June 20, 2017 1,015
এলজি'র ৬ জিবি র‌্যামের নতুন ফোন

নতুন একটি ফোন বাজারে এনেছে এলজি। ফোনটির মডেল এলজি জি৬ প্লাস। এই ফোনটিতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


এলজির নতুন এই ফ্লাগশিপ ফোনটিতে ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ফুলভিশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর বিল্টইন মেমোরি ১২৮ জিবি। এতে আছে ৩২ বিটে হাইফাই কোয়াড ডিএসি ফিচার।


এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


বেশ কয়েকটি রঙে ফোনটি পাওয়া যাবে। এর দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।