আমার ডিজিটাল পরিবার

বন্ধু কৌতুক June 20, 2017 1,600
আমার ডিজিটাল পরিবার

বজলুর বাড়িতে তার এক বন্ধু বেড়াতে এসেছে। বজলু তার পরিবারের সাথে বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছে-


বজলু : এই হচ্ছে আমার ডিজিটাল পরিবার।


বন্ধু : তার মানে?


বজলু : এই হল আমার স্ত্রী গুগল খানম, একটা প্রশ্ন করলে দশটা উত্তর দেয়। এই হল আমার ছেলে ফেসবুক খান, যে কোন কথা সমস্ত মহল্লা প্রচার করে বেড়ায়। আর এটা হল আমার মেয়ে টুইটার আক্তার, পুরা মহল্লা একে ফলো করে।