স্ত্রীর ফিতরা কি স্বামীকেই আদায় করতে হবে?

ইসলামিক শিক্ষা June 20, 2017 948
স্ত্রীর ফিতরা কি স্বামীকেই আদায় করতে হবে?

প্রশ্ন : আমি বিয়ে করেছি। আমার স্ত্রীর ফিতরা কি আমাকেই দিতে হবে, নাকি আমার পরিবারের যে কেউ দিলেই হবে?


উত্তর : স্বাভাবিক নিয়ম অনুযায়ী তো স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব আপনার ওপর। তাই স্ত্রীর ফিতরাও আপনিই আদায় করে দেবেন, এটাই হচ্ছে বিধান।


তবে পরিবারের অন্য কেউ যদি আদায় করে দেন, তাহলেও আদায় হয়ে যাবে। কিন্তু ওয়াজিব হচ্ছে আপনার ওপর বা দায়িত্ব হচ্ছে আপনার ওপর।