নামাজ ত্যাগ করলে কি রোজা ভেঙে যাবে?

ইসলামিক শিক্ষা June 18, 2017 1,425
নামাজ ত্যাগ করলে কি রোজা ভেঙে যাবে?

প্রশ্ন : আমি যদি কোনো কারণে কোনো ওয়াক্তের নামাজ না পড়ি, তাহলে কি আমার রোজা ভঙ্গ হয়ে যাবে?


উত্তর : রোজা ভঙ্গের কারণের মধ্যে নামাজ নেই, কিন্তু নামাজ বর্জন করলে তা সব আমল নষ্ট করে দেয়। নামাজ ত্যাগ করা যেহেতু ইমান বিনষ্টকারী ও কুফরি কাজ, তাই নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিহার করে বা বর্জন করে, তাহলে তার সবটাই বাতিল হয়ে যাবে।


এ জন্য নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ ত্যাগ করে, নামাজ ত্যাগকারী ব্যক্তির এই কাজ কুফরি। কুফরি করার পর তার আর কোনো আমলই অবশিষ্ট থাকে না। সুতরাং শুধু রোজ নয়, তার সবকিছুই ভঙ্গ হয়ে যাবে। এটি হচ্ছে এমন, সবকিছুকে যা ভঙ্গ করে দেয়, নামাজ ত্যাগ তার মধ্যে একটি বিষয়।


যেমন—কোনো ব্যক্তি যদি কুফরি করে, তার কোনো নেক আমলের ওজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না, কোনো মূল্য হবে না। ঠিক অনুরূপভাবে সালাত যদি কেউ বর্জন করে থাকে ইচ্ছাকৃতভাবে, তার আর নেক আমলের কোনো মূল্য আল্লাহু রাব্বুল আলামিনের কাছে হবে না।