

শিক্ষক : আচ্ছা, তুমি বল তো তোমার পায়ের জুতো কী দিয়ে তৈরী হয়?
ছাত্র : চামড়া দিয়ে স্যার।
শিক্ষক : চামড়া কোথায় পাওয়া যায়?
ছাত্র : গরুর গা থেকে।
শিক্ষক : আচ্ছা, এখন বলো দেখি, কোন সে জীব, যে তোমাদের পায়ের জুতো জোগায়, আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে?
ছাত্র : আমার বাবা, স্যার।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment