

প্রশ্ন : ফজরের নামাজ না পড়লে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? এটা কতটুকু সত্যি?
উত্তর : না, এই কথা কে বলেছে, আমার জানা নেই। এই কথা, এই বক্তব্য কোনো ফতোয়া বা কিতাবের মধ্যে এসেছে বলে আমার জানা নেই। তবে ফজরের সালাত যদি ইচ্ছাকৃতভাবে পরিহার করে থাকেন, তাহলে তিনি বড় ধরনের গুনাহগার হবেন। কারণ, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা কুফরি কাজ।
রমজানের সঙ্গে ফজর নামাজ ত্যাগের বিষয়টি যায় না, মানায় না।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment