

প্রশ্ন : আমরা যে তারাবি নামাজে সুরা ফাতিহার সঙ্গে সুরা ফিল থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত পড়ি, এতে কি আমাদের তারাবির নামাজ হবে? যেহেতু আমরা কোরআনের বড় বড় সুরাগুলো পারি না।
উত্তর : ইনশাল্লাহুতায়ালা হয়ে যাবে। যতটুকু জানেন, ততটুকুই পড়লে যথেষ্ট। আল্লাহ সুবাহানাহুতায়ালা কোরআনে কারিমেরর মধ্যে বলেছেন, ‘তোমাদের যতটুকু সম্ভব কোরআন থেকে পড়।’ এর বাইরে আপনাকে কষ্ট দেওয়া হয়নি। নির্দেশ দেওয়া হয়েছে এ কথা বলে যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় কোরআন থেকে পড়ার, ততটুকুই পড়। তাই আপনি ফিল থেকে সুরা নাস পর্যন্ত সুরা দিয়ে যদি তারাবির সালাত পড়েন, হয়ে যাবে।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment