রোজার ক্লান্তি দূর করবে তরমুজ-পুদিনার শরবত

রেসিপি টিপস June 14, 2017 588
রোজার ক্লান্তি দূর করবে তরমুজ-পুদিনার শরবত

রোজার ক্লান্তি দূর করতে ইফতার মেন্যুতে রাখতে পারেন পুদিনা, লেবু ও তরমুজ দিয়ে তৈরি ঠাণ্ডা শরবত। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার এই শরবত। জেনে নিন কীভাবে তৈরি করবেন-


▶উপকরণ


তরমুজ- ১টি

লেবু- ২টি

কমলার রস- ১ কাপ

আদা- ২০ গ্রাম

চিনি- স্বাদ মতো

পুদিনা পাতা- ১ মুঠো

বরফ- কয়েকটি


▶প্রস্তুত প্রণালি


তরমুজ টুকরা করে বিচি ছাড়িয়ে নিন। পুদিনা পাতা, লেবুর রস, আদা কুচি, চিনি, বরফ কুচি ও কমলার রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা তরমুজ-পুদিনার শরবত।


তথ্য: এনডিটিভি লাইফস্টাইল