

মনিব : কুকুর মারা গেল আমার আর হাউমাউ করে কাঁদছিস তুই। এত কান্নাকাটির কী হল?
চাকর : আমার কাম অনেক বাইড়া গেল সাহেব। কইতে গেলে ও-ই তো সব পরিষ্কার কইরা রাখত। চায়ের কাপ, থালা–বাসন সব তো ও-ই চাইটা-পুইটা সাফ করত। আমি শুধু ওকে তালিম দিতাম।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment