নতুন ট্যাব আনছে অ্যালকাটেল

মোবাইল ফোন রিভিউ June 14, 2017650
নতুন ট্যাব আনছে অ্যালকাটেল

নতুন ট্যাবলেট আনছে অ্যালকাটেল। এটি পিক্সি সিরিজের ট্যাব। ট্যাবটি ‘অ্যালকাটেল ৯০২৪ও’ কোড নেমে তৈরি হচ্ছে।


ধারণা করা হচ্ছে ট্যাবটি ৭ কিংবা ৮ ইঞ্চি ডিসপ্লের হতে পারে। এতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। ট্যাবটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে বলেও জানা গেছে।


ডিভাইসটিতে মিডিয়াটেক এমটি ৮৩২১ চিপসেট থাকবে। এর র‌্যাম হবে ১ জিবি। এন্ট্রি লেভেলের ট্যাবটির ডিসপ্লের রেজুলেশন হবে ৬০০x১০২৪ পিক্সেল।


ট্যাবটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।