

ক্যালিফোর্নিয়ার স্যান হোসে কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) নতুন ডিভাইস ‘হোমপড’ উন্মুক্ত করেছে অ্যাপল। এই স্মার্ট স্পিকারটি স্পিকার দূর থেকে চালানো যাবে।
আইপডের মতোই এটি সাড়া ফেলবে বলে দাবি করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
লম্বা ও ডিম্বাকার ৭ ইঞ্চি আকারের স্মার্ট স্পিকারটি ভার্চুয়াল সহকারী সিরির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এতে একাধিক শক্তিশালী মাইক্রোফোন রয়েছে। ফলে গান চলা অবস্থায় ভয়েস কমান্ড সহজেই বুঝতে পারবে স্মার্ট এ ডিভাইস।
স্পিকারটির মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা উন্নতমানের সাউন্ড সুবিধা পাবেন। অ্যাপলের মিউজিক অ্যাপ স্পিকারটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি অ্যাপল মিউজিকে থাকা সব গান শোনা যাবে হোমপডের সাহায্যে।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment