

▶উপকরণ
১ কাপ জাম
১ কাপ পানি
১ টেবিল-চামচ চিনি
আধা চা-চামচের একটু কম লবণ
১ চা-চামচ লেবুর রস
সামান্য বিট লবণ
অর্ধেক কাঁচামরিচ (টক-ঝাল স্বাদ চাইলে)
▶প্রস্তুত প্রণালি
জামের মাঝখানের দানা ছাড়িয়ে নিন।
জামের সাথে সব উপকরণ একসাথে ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
ইফতারে পরিবেশন করুন মজাদার জামের শরবত।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment