

একজন কণ্ঠশিল্পী একটা ছাগি পালতো। কিন্তু একদিন সেই ছাগিটা পালিয়ে গেলো! আপামর ছাগলগোষ্ঠী তাকে প্রশ্ন করল-
ছাগলগোষ্ঠী : তুই পালালি কেন?
ছাগি : দুঃখের কথা আর কইস নাহ! ওই বেটি রাতের বেলা গান প্র্যাকটিস করতো আর সকালবেলা মানুষজন এসে আমাকে পেটাতো!








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment