ওষুধ খেয়ে নারীদের রোজা রাখা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা June 4, 2017 824
ওষুধ খেয়ে নারীদের রোজা রাখা কি জায়েজ?

প্রশ্ন : নারীদের যে পুরো মাস রোজা থাকতে হয়, কোনো ওষুধ খেয়ে পুরো মাসটা রোজা থাকা জায়েজ আছে কি?


উত্তর : ওষুধ খেয়ে রোজা রাখলে সেটা নাজায়েজ নয়, জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে স্বাভাবিক অবস্থায় যাওয়া।


শেখ মোহাম্মদ বিন উছাইমিন (র.) তাঁর ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে, যেহেতু বিভিন্ন কারণে ওষুধের ক্ষতি রয়েছে এবং বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, সে ক্ষেত্রে ওষুধ না খাওয়াটাই হচ্ছে উত্তম।


কিন্তু এর পরও কেউ যদি ওষুধ খেয়ে সিয়াম পালন করে থাকেন, তাঁর সিয়াম হয়ে যাবে কোনো সন্দেহ নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন