

* ভ্যাট কেটে নেয়া দূরে থাকঃ মানে ইঁদুর পর্যন্ত আপনার টাকা কাটতে পারবে না!
* করের ভয় নেই! অন্য কেউ তো পরে, ঘরের বউও আপনার টাকা হাত দিয়ে ছুঁতে পারবে না!
* অর্থ পাচার হওয়ার কোনো রিস্ক নেই! এমনকি মাটি খুঁড়ে চুরি হওয়ার ভয়ও নেই!
* দুদক টাকার সন্ধান পাওয়া দূরে থাক, তেলাপোকাও আপনার টাকা খুঁজে পাবে না!
* ব্যাংক থাকে দূরে কিন্তু মাটির ব্যাংক আপনার হাতের নাগালের মধ্যে থাকে।
* চেক আর জমা বইয়ের ঝামেলা নেই মাটির ব্যাংকে!
বিঃ দ্রঃ আসুন পেছনের দিনে ফিরে যাই আর মাটির ব্যাংকে টাকা রাখি। নিজের টাকা নিজের কাছে রাখি। অন্যদের নাগাল থেকে মুক্ত রাখি।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment